• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ০২ আগস্ট ২০২১, ১৮ শ্রাবণ ১৪২৮ ২২ জিলহজ ১৪৪২

জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে কবে

| ঢাকা , বুধবার, ০৯ জুন ২০২১

image

ঢাকার জলাবদ্ধতা নতুন কোনো বিষয় নয়। প্রতিবছরই এই জলাবদ্ধতা নিরসনের জন্য বাজেটের পরিধি বাড়লেও হয়নি সমাধান। গত ১ জুন মাত্র তিন ঘন্টার বৃষ্টিতে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পরে নগরবাসী। শহরের অনেক নিচু এলাকা তলিয়ে যায়। অনেক বাসা বাড়ি এবং অফিসেও পানি ঢুকে পরে। কোথাও আবার এই বৃষ্টির পানি ছাড়াও জমে থাকে স্যুয়ারেজের নোংরা পানি। বর্ষাকালে এই সমস্যা আরো গুরুতর হয়ে ওঠে।

জলাবদ্ধতা নিরসনে পূর্বে ঢাকা ওয়াশা বড় বড় মেঘা প্রজেক্ট শেষ করেছে। শত শত কোটি টাকার এসব কাজের পরও নগরবাসী পরিত্রাণ পায়নি। পরে গত বছর ঢাকার দুই সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পরেও আশানুরূপ কোনো কর্মকা- সংঘটিত করতে পারেনি দুই সিটি করপোরেশন।

প্রতিবছরই আশ্বাস, নানা প্রকল্প আর কোটি কোটি টাকা খরচ করেও জলাবদ্ধতার কোনো সমাধান করতে পারছে না। এবারও বর্ষা মৌসুমে জলে হাবুডুবু খেতে হবে নগরবাসীর, যা একদিনে মাত্র তিঘন্টার বৃষ্টিতে প্রমাণ হয়েছে। নগরীর জলাবদ্ধতা নিরসনে শুধু কর্তৃপক্ষের হাতবদল ও আশার বাণীই শুনে যাচ্ছি। কার্যত কোন ফলাফল দেখছি না।

মোহাম্মদ ইয়াছিন ইসলাম