• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ২২ জুন ২০২১, ৮ আষাঢ় ১৪২৮ ১০ জিলকদ ১৪৪২

ব্রাহ্মণবাড়িয়া

আরও দুই ওসিকে বদলি

সংবাদ :
  • জেলা বার্তা পরিবেশক, ব্রাহ্মণবাড়িয়া

| ঢাকা , শুক্রবার, ১১ জুন ২০২১

গত ২৬ থেকে ২৮ মার্চে ব্রাহ্মণবাড়িয়ার সংঘটিত হেফাজতে ইসলামের তা-বের ঘটনার পর থেকে যেন জেলা পুলিশে বদলির হিড়িক লেগে আছে। নতুন করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই থানার ওসিকে বদলি করা হয়েছে। জেলার বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমানকে রংপুর ও নাসিরনগর থানার ওসি এ.টি.এম আরিচুল হককে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে দুই ওসির বদলির বিষয়ে আদেশ জারি করা হয়।

গত বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এই বদলি হলো পুলিশের নিয়মিত ব্যাপার। হেফাজতের ঘটনার জন্য কেউ বদলি হয়নি।

এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিছ উদ্দিন, বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিম, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন, সরাইল থানার ওসি নাজমুল আহমেদ, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান, পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ ও জেলা পুলিশের কর্মরত ১৩ উপ-পরিদর্শককে (এসআই) বদলি করা হয়েছে।