• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১, ১১ শ্রাবন ১৪২৮ ১৫ জিলহজ ১৪৪২

সেব্রিনা ফ্লোরার নামে ভুয়া ফেসবুক আইডি

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , সোমবার, ০১ জুন ২০২০

মহাখালী আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার নামে ভূয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তিনি ফেসবুকে এ ধরনের কোন প্রচারণা চালান না। এর মাধ্যমে কেউ প্রতারিত তার দায়-দায়িত্ব তিনি বহন করবে না।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুকে উজ. ঝধনৎরহধ ভষড়ৎধ নামক একটি ভুয়া ফেসবুক আইডিসহ কাছাকাছি নামে বেশ কয়েকটি ফেসবুক আইডি খোলা হয়েছে। যেখানে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার ছবি দিয়ে বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে।

আইইডিসিআর তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চালানোর নিমিত্তে দেয়া এসব পোস্টে জনগণকে বিভ্রান্ত না হবার জন্য সবাইকে সনির্বন্ধ অনুরোধ জানানো হচ্ছে। অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা ফেসবুকের মাধ্যমে কখনও এ ধরনের প্রচার-প্রচারণা চালান না। এর মাধ্যমে কেউ প্রতারিত হলে তার দায়-দায়িত্ব আইইডিসিআর বা অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বহন করবেন না। আইইডিসিআর ইতোমধ্যে এ ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং সবাইকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে।