• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১, ১১ শ্রাবন ১৪২৮ ১৫ জিলহজ ১৪৪২

সিলেটে ৮৩ দিনে ১৮ জনের মৃত্যু

সংবাদ :
  • প্রতিনিধি, সিলেট

| ঢাকা , সোমবার, ০১ জুন ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে সিলেট বিভাগে ৮৩ দিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গতকাল সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। এরমধ্যে শুধু সিলেট জেলায় মারা গেছেন ১৪ জন। বাকিদের মধ্যে ৩ জন মৌলভীবাজার ও ১ জন হবিগঞ্জের। অপরদিকে, সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা প্রায় ৯৪৭ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেটের তথ্যানুযায়ী আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৫৪৩, সুনামগঞ্জে ১৪৪, হবিগঞ্জে ১৭১ ও মৌলভীবাজার জেলায় ৯৮ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১২২ করোনা রোগী।

এদিকে সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে গতকাল পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৫০ জন। এরমধ্যে সিলেটে ৫৯, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৭ ও মৌলভীবাজারে ৪৩ জন।