• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ১২ মে ২০২১, ২৯ বৈশাখ ১৪২৮ ২৯ রমজান ১৪৪২

লাইফ সাপোর্টে নায়িকা কবরী

দোয়া চাইলেন তারকারা

সংবাদ :
  • সাংস্কৃতিক বার্তা পরিবেশক

| ঢাকা , শনিবার, ১৭ এপ্রিল ২০২১

image

নন্দিত অভিনেত্রী-নির্মাতা কবরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে। এদিন সন্ধ্যায় বিষয়টি ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেন কবরীর ছেলে শাকের চিশতী।

এদিকে, বরেণ্য এই অভিনেত্রীর জন্য দোয়া চেয়েছেন তার কাছের কয়েকজন প্রিয় মানুষ। তারা হলেন, ?রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাবানা ও ববিতা।

কবরীর ছেলে শাকের চিশতী বলেন, ‘মায়ের অবস্থা খুব বেশি ভালো নয়। হঠাৎ তার অক্সিজেন লেভেল কমে গেছে। ওঠানামা করছে। বিষয়টি আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি হাসপাতালেই অবস্থান করছি। সারাক্ষণ মায়ের খবর রাখছি। চিকিৎসকরাও নজর রাখছেন। সবার কাছে দোয়া চাই। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

কোভিড-১৯ আক্রান্ত হয়ে নন্দিত অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন ৮ এপ্রিল থেকে।

এর আগে ৫ এপ্রিল করোনা পজিটিভ শোনার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবরী।

১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয় কবরীর। এরপর ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘দেবদাস’, ‘অধিকার’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘দীপ নেভে নাই’-এর ম?তো অসংখ্য দর্শক?প্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কিংবদন্তি। সম্প্রতি নির্মাতা কবরী শেষ করেছেন তার পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং। ছবিতে তিনি নিজেও অভিনয় করেছেন। কবরীর নির্মাণ শুরু হয় ২০০৬ সালে ‘আয়না’ সিনেমা দিয়ে।

এদিকে, দেশের বরেণ্য অভিনেত্রী কবরীর জন্য দোয়া প্রার্থনার কথা জানিয়ে রুনা লায়লা বলেন, ?‘কবরীর ছেলে চিশতীর কাছ থেকে আমরা খোঁজ নিচ্ছি। খুবই খারাপ একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করি। তিনি একমাত্র আমাদের রক্ষা করতে পারেন। কবরীর খবরটা আরও মন খারাপ করে দিয়েছে। তার জন্য দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

সাবিনা ইয়াসমিনের সঙ্গে কবরীর সম্পর্কটা বন্ধুত্বের। যার বয়স পাঁচ দশকেরও বেশি। অভিনেত্রীর ‘এই তুমি সেই তুমি’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন এই বরেণ্য গায়িকা।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘কবরীর হাসপাতালে ভর্তির খবর আগেই জেনেছি। ভেবেছিলাম দ্রুত বাসায় ফিরবে কিন্তু হঠাৎ লাইফ সাপোর্টের সংবাদটি খুব মন খারাপ করে দিল। ভয়াবহ এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। কিছুই ভালো লাগছে না।’

অভিনেত্রী ববিতা বলেন, ‘কবরী আপার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। তাকে যেন দ্রুত সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেন। সবাই তার জন্য প্রার্থনা করবেন।’

শাবানা বলেন, ‘দোয়া করি কবরী আপা আমাদের মাঝে দ্রুত ফিরে আসুক। সুস্থ হয়ে উঠুক তিনি। আমরা সবাই তার জন্য মন থেকে দোয়া করছি।’