• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ১৮ জুন ২০২১, ৪ আষাড় ১৪২৮ ৬ জিলকদ ১৪৪২

ভাসমান ফুল বাগান

সংবাদ :
  • জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

| ঢাকা , রোববার, ১৭ জানুয়ারী ২০২১

image

কিশোরগঞ্জে পুকুরে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম ভাসমান ফুল বাগান। কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া হর্টিকালচার ফার্মের পুকুরে শোভা পাচ্ছে এই দর্শনীয় বাগান। এই ফার্মের উদ্যান তত্ত্ববিদ জয়নুল আলম তালুকদার উদ্ভাবন করেছেন এই ভাসমান ফুল বাগানের প্রযুক্তি। তিনি এ প্রতিনিধিকে জানান, তার মাথায় আসলো, ভাসমান সবজি বাগান যদি হতে পারে, তাহলে ভাসমান ফুল বাগানও তো হতে পারে। তিনি গাড়ির টিউবের গোলাকার ফাঁকা জায়গায় নেট বসিয়ে তাতে কচুরিপানা পচিয়ে এর ওপর রোপন করেছিলেন বিভিন্ন জাতের বর্ষজীবী ফুলের চারা। তাতে ফুল এসেছে। গাড়ির টিউবে তারের নেট হোক বা অন্য যেকোন পদার্থের তৈরি নেট বসিয়ে তাতে কচুরিপানা পচিয়ে তার ওপর চারা রোপন করা যাবে। তিনি এই ভাসমান বাগানে গাঁদা, চাইনিজ গাঁদা, ক্যাল্পেডোলা এবং চন্দ্রমল্লিকার ফুল ফুটিয়েছেন। এই পদ্ধতিটি তিনিই দেশে প্রথম উদ্ভাবন করেছেন বলে জানিয়েছেন। এ ধরণের বাগানের সুবিধা হলো, ভাসমান বাগান থেকে কেউ ফুল ছিঁড়তে পারবে না, গরু-ছাগলে ক্ষতি করতে পারবে না। এছাড়া পুকুর পাড়ে বেড়াতে গিয়ে এক আলাদা প্রফুল্ল অনুভূতি হবে। পুকুরের এক ভিন্ন নান্দনিক সৌন্দর্য ভেসে উঠবে।