• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৫ জুলাই ২০২১, ৯ শ্রাবন ১৪২৮ ১৩ জিলহজ ১৪৪২

পাঁচ শিল্পীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মামলা

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , মঙ্গলবার, ২০ জুলাই ২০২১

image

পাঁচজন শিল্পীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে পর্দায় বাজেভাবে উপস্থাপন করার অভিযোগে মোশাররফ করিম, মো. জামিল হোসেন, ফারুক আহমেদ, ‘হাই প্রেসার-২’ নাটকের পরিচালক আদিবাসি মিজান এবং বৈশাখী টেলিভিশনের সিইও। ১৮ জুলাই বিকেল ৩টায় কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬নং আমলি আদালতে এই মামলাটি করা হয়েছে। মামলার বাদী জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী। বাদী গণমাধ্যমকে বলেন, ‘বৈশাখী টেলিভিশনে প্রচারিত ‘হাই প্রেসার-২’নামের একটি নাটকে উকিলদের (আইনজীবী) হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এজন্য নাটকের অভিনেতা ও বৈশাখী টেলিভিশনের সিইও-সহ ৫ জনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৯ জুলাই সকালে নাটকটি তার নজরে আসে। নাটকের কিছু সংলাপ খুবই আপত্তিকর ছিল। দুইটি অংশে ৩৫-৫০ মিনিট এবং এক ঘণ্টা থেকে এক ঘণ্টা ২২ মিনিটের দৃশ্য আপত্তিকর ছিল। তাই তাদের বিরুদ্ধে কুমিল্লার আইনজীবীদের পরামর্শক্রমে তিনি মামলা দায়ের করেছেন।

মামলাটি তদন্ত করে ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।