• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ১৮ জুন ২০২১, ৪ আষাড় ১৪২৮ ৬ জিলকদ ১৪৪২

ডি-৮ শীর্ষ সম্মেলন পেছানোর প্রস্তাব ঢাকার

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন পেছানোর প্রস্তাব করেছে ঢাকা। এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান তুরস্ককে চিঠি দিয়েছে বাংলাদেশ।

কোভিড-১৯ মহামারী মোকাবিলায় আগামী বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন ডি-৮ দেশের নেতারা।

আগামী মে মাসের ৩০-৩১ তারিখ ডি-৮ এর শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল ঢাকায়। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেয়া ছিল। বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিলেনও বাংলাদেশকে। কিন্তু করোনাভাইরাসের কারণে ওই অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। তাই এই সম্মেলন পিছিয়ে দেয়ার জন্য বর্তমান চেয়ারম্যানকে চিঠি দেয়া হয়েছে।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি তুরস্ককে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। চিঠিতে তিনি প্রস্তাব করেছেন শীর্ষ সম্মেলনের তারিখ পিছিয়ে দেয়ার জন্য। ডি-৮ এর সদস্যরা হচ্ছে- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

এদিকে, ছয় মাস আগে ডি-৮ এর স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা প্রোগ্রামের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ধারণা করা হচ্ছে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ও আর্থ-সামাজিক ব্যবস্থার ওপর যে প্রভাব পড়েছে, সেটি নির্ণয়ে গবেষণার ওপর জোর দেয়া হবে ওই বৈঠকে।