• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১, ১১ শ্রাবন ১৪২৮ ১৫ জিলহজ ১৪৪২

ব্রাহ্মণবাড়িয়া

টিসিবি’র পণ্য কালোবাজারে আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

সংবাদ :
  • জেলা বার্তা পরিবেশক, ব্রাহ্মণবাড়িয়া

| ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

টিসিবির মাল কালোবাজারে বিক্রির অভিযোগ মিললো এবার ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সেই আলোচিত নেতা আলহাজ মো. শাহআলমের বিরুদ্ধে। স্থানীয় এক মুদি দোকানির কাছে বিক্রি করা সেসব মালামাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসনের সহকারী কমিশনার) সন্দ্বীপ তালুকদারের নেতৃত্বে শহরের কাউতলী মসজিদপাড়ার লোকমান হোসেনের (৪৫) দোকান সংলগ্ন বাসায় অভিযান চালিয়ে টিসিবির এসব মালামাল পাওয়া যায়। জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলম এর আগে করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া বিশেষ ওএমএস কেলেঙ্কারিতে আলোচিত হন। জেলা শিল্প ও বণিক সমিতির পরিচালক পদে থাকা এই নেতা ভিক্ষুক, ভবঘুরে শ্রেণীর লোকজনের বদলে নিজের স্ত্রী, কন্যাসহ ১৩ স্বজনের নাম তালিকাভুক্ত করেন। একজন ওএমএস ডিলার হয়ে এই অনিয়মে জড়িত হওয়ায় মে মাসে তার ডিলারশিপ বাতিল করে জেলা ওএমএস কমিটি। টিসিবির ডিলার হিসেবেও ভোক্তাদের বঞ্চিত করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে আগে থেকে। স্থানীয়দের অভিযোগ তার নামে বরাদ্দ আসা মালামাল নামমাত্রই খোলাখুলি বিক্রি করেছেন। মঙ্গলবার ওই অভিযানে যার সত্যতা বেরিয়ে এলো। দোকানি লোকমান হোসেন তার লিখিত জবানবন্দিতে জানান, ১৫ দিন আগে কাউতলীর আবদুল মালেকের ছেলে টিসিবির ডিলার মো. শাহ আলমের কাছ থেকে এসব মালামাল ক্রয় করেন। তার বাসা থেকে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২৪ বস্তায় থাকা ১২শ’ কেজি চিনি, ৪ বস্তা (২শ’ কেজি) মসুর ডাল এবং ৩ বস্তায় থাকা দেড়শ’ কেজি ছোলা বুট। নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার জানান, মালামালগুলো টিসিবির কিনা তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উদ্ধার হওয়া মালামাল পুলিশ হেফাজতে রয়েছে।