• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১, ১১ শ্রাবন ১৪২৮ ১৫ জিলহজ ১৪৪২

সিলেট সীমান্তে

খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

সংবাদ :
  • প্রতিনিধি, সিলেট

| ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

সিলেটের গোয়াইনঘাট বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিন্টু মিয়া (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কুলুম ছড়ার পার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু মিয়া ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল সকাল ৯টার দিকে মিন্টু মিয়া ও কয়েকজন সহযোগী মিলে সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় আম কুঁড়াতে যান। দুপুর ১২টার দিকে মিন্টু মিয়ার পরিবারকে স্থানীয়রা খবর দেন যে খাশিয়ার গুলিতে মিন্টু মিয়া নিহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা লাশ উদ্ধার করে নিয়ে আসেন।