• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ১৮ জুন ২০২১, ৪ আষাড় ১৪২৮ ৬ জিলকদ ১৪৪২

ঢাকায় ‘উইকিগ্যাপ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

সংবাদ :
  • মোহাম্মদ কাওছার উদ্দীন

| ঢাকা , মঙ্গলবার, ২৫ জুন ২০১৯

image

ঢাকায় অনুষ্ঠিত হল উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় নারীদের অংশগ্রহণ ও নারীবিষয়ক তথ্য বৃদ্ধিতে আয়োজিত ‘উইকিগ্যাপ’ ক্যাম্পেইন। ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ ও সুইডিশ দূতাবাসের যৌথ উদ্যোগে বাংলা উইকিপিডিয়াতে নারী বিষয়ক তথ্য সমৃদ্ধ করতে ১৫ দিনব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গত ২৩ জুন ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত সার্লোট্টা স্লাইটার তার বাসভবনে ক্যাম্পেইনের সেরা ১০ জন উইকিপিডিয়া অবদানকারীকে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, “২০১৮ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশনের সুইডিশ চ্যাপ্টার, উইকিমিডিয়া সুইডেন ও সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে উইকিপিডিয়াতে নারী বিষয়ক নিবন্ধ বৃদ্ধি ও উইকিপিডিয়ায় নারীদের অবদানকে উৎসাহ দিতে ‘উইকিগ্যাপ’ নামের এই ক্যাম্পেইন শুরু করে। জেন্ডার-ইকুয়্যাল ইন্টারনেট তৈরির লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইন পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশের সুইডিশ মিশন ও স্থানীয় উইকিমিডিয়া চ্যাপ্টারের সঙ্গে মিলে স্থানীয় ভাষায় বিস্তার লাভ করে।” তিনি এ সময় ইন্টারনেটে তথা উইকিপিডিয়ায় কনটেন্ট গ্যাপ কমাতে ভবিষ্যতে উইকিমিডিয়া বাংলাদেশসহ অন্যান্য সমমনা স্থানীয় সংস্থার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এ বছর উইকিগ্যাপ ক্যাম্পেইনের অংশ হিসেবে মে মাসে বাংলা উইকিপিডিয়াতে একটি নিবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৬২ জন অংশগ্রহণকারী মিলে বাংলাতে ৬৪০টি নতুন নারী বিষয়ক নিবন্ধ তৈরি করে। সনদ গ্রহণকারী সেরা ১০ উইকিপিডিয়া অবদানকারী হলেন এস এম নাজমুস সাকিব, শহিদুল হাসান রোমান, শাহাদাত হোসেন, মো. ইকবাল হোসেন, তাসমিন আক্তার তৃপ্তি, মো. মুস্তাফিজুর রহমান, এস এম সাজ্জাদুল হক তানিম, মো. দেলোয়ার হোসেন, তামিম মাহমুদ এবং মাহবুবুল হক ওয়াকিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের যোগাযোগ কর্মকর্তা আলীম বারী। সুইডিশ দূতাবাসের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক ও বানিজ্য সম্পর্কীয় সেকেন্ড সেক্রেটারি ইলভা ফেস্টিন। এ সময় উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাহিদ সুলতান, কোষাধ্যক্ষ তানভির মোর্শেদ, সম্প্রদায় পরিচালক আফিফা আফরিন ও বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ইব্রাহিম হোসেন মেরাজ।

উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশসহ ৬০টি দেশের সুইডিশ মিশন ও স্থানীয় উইকিমিডিয়া চ্যাপ্টার প্রথম এই ক্যাম্পেইন আয়োজন করে যার মাধ্যমে ১৮০০ অংশগ্রহণকারী উইকিপিডিয়াতে অবদান রেখে ১৩ হাজার নারী বিষয়ক উইকিপিডিয়া আর্টিকেল তৈরি করে। ২০১৯ সালে ৫০টি দেশে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। ২০১৮ ও ২০১৯ সালে ৬০টি দেশের ২৪৫০ জন অংশগ্রহণকারী বাংলাসহ ৩০টি উইকিপিডিয়া ভাষা সংস্করণে অবদান রেখে ২৭ হাজার নারীবিষয়ক উইকিপিডিয়া আর্টিকেল তৈরি করে। অন্যদিকে উইকিমিডিয়া বাংলাদেশ ২০১৮ সাল থেকে ঢাকার সুইডিশ দূতাবাসের সঙ্গে যৌথভাবে উইকিগ্যাপ ক্যাম্পেইনটি পরিচালনা করছে। এর অধীনে ২০১৮ ও ২০১৯ সালে বাংলা উইকিপিডিয়াতে ৭০০টির বেশি নারীবিষয়ক নতুন নিবন্ধ তৈরি হয়েছে।