• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ৩০ জুলাই ২০২১, ১৪ শ্রাবন ১৪২৮ ১৮ জিলহজ ১৪৪২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প : আহত অর্ধশতাধিক

সংবাদ :
  • সংবাদ ডেস্ক

| ঢাকা , সোমবার, ১৫ জুলাই ২০১৯

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৫১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু ভবনও। গত শনিবার স্থানীয় সময় রাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মিন্দানাও উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। স্থানীয় কর্মকর্তারা জানান, ফিলিপাইনের উত্তর-পূর্বাঞ্চলীয় মিন্দানাও দ্বীপ উপকূলে স্থানীয় সময় ভোর ৪টা ৪২ মিনিটে ভূপৃষ্ঠের ১১ দশমিক ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে, ভূমিকম্পে কমপক্ষে পাঁচটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, উপকূলীয় শহর লানুজা এবং কারমেনে কমপক্ষে দু’টি গির্জা, বেশ কিছু বাড়ি-ঘর এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মিন্দানাও-এর এলাকার পুলিশ প্রধান উইলসন উয়ানিত জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের কাছের মাদ্রিদ শহরে থানার পুলিশ কর্মকর্তারা ভূমিকম্পের সময় বিভিন্ন টেবিলের নিচে আশ্রয় নেয়। ভূমিকম্পে ফাইল কেবিনেটের দরজার গ্লাস ভেঙে যায়। এছাড়া ওই থানায় একটি টেবিল থেকে টেলিভিশন পড়ে ভেঙে যায়। উয়ানিত এএফপি’কে বলেন, ‘আমরা মানুষদের ছোটাছুটি করে তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে আসতে দেখেছি। ভূমিকম্পে অনেক দেয়াল ধসে পড়ায় হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে ১৯৯০ সালে দেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দুই হাজার মানুষের প্রাণহানি ঘটে। ফিলিপাইন শান্ত মহাসাগরীয় অঞ্চলের অতিরিক্ত ভূমিকম্প্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’ অংশের আওতাভুক্ত। ফলে প্রায়ই দেশটিতে বিভিন্ন মাত্রার ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটে।