• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ১৮ জুন ২০২১, ৪ আষাড় ১৪২৮ ৬ জিলকদ ১৪৪২

দিল্লির পরিস্থিতিতে মমতার উদ্বেগ

    সংবাদ :
  • সংবাদ ডেস্ক
  • | ঢাকা , বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০

image

মমতা ব্যানার্জি

দিল্লির সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত মঙ্গলবার ভুবনেশ্বরের উদ্দেশে কলকাতা ছাড়ার আগে এ উদ্বেগ প্রকাশ করেন মমতা। এ সময় দেশে শান্তি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ওইদিন সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে মমতা বলেন ‘সমগ্র দেশের মানুষের কাছে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি।’ এনডিটিভি।

সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়, ভারতে পাস হওয়া বিতর্কিত সিএএ আইনের বিরুদ্ধে দিল্লির শাহিনবাগে অবস্থান নিয়ে টানা দুই মাস ধরে বিক্ষোভ করে আসছেন নারীরা। ওই অবস্থানের কারণে বন্ধ হওয়া সড়ক কর্তৃপক্ষ খুলে দেয়ার উদ্যোগ নেয়ার পর গত শনিবার রাত থেকে জাফরাবাদ মেট্রোস্টেশনে বিক্ষোভ শুরু হয়। এর জবাবে পরদিন রোববার বেলা ৩টায় প্রায় এক কিলোমিটার দূরের মৌজপুর চকে সিএএ সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে টুইট করেন দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র। এর বিভিন্ন স্থানে হামলা চালায় সশস্ত্র হিন্দুত্ববাদীরা। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। এ ঘটনার পর মঙ্গলবার পশ্চিবঙ্গের মমতা ব্যানার্জি বলেন, ‘যা চলছে, তা নিয়ে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন।’ দিল্লির সহিংসতা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন এসব চলছে আমি জানি না।