• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ৩১ জুলাই ২০২১, ১৬ শ্রাবণ ১৪২৮ ২০ জিলহজ ১৪৪২

শুটিংয়ে ফিরলেন সাবিলা

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , রোববার, ০৬ জুন ২০২১

image

সম্প্রতি ঈদের ছুটি শেষে করে শুটিংয়ে ফিরেছেন সেলিব্রেটি অভিনেত্রী সাবিলা নূর। শুরুটা করেছেন জনপ্রিয় সেলিব্রেটি অভিনেতা অপূর্বের সঙ্গে। এরইমধ্যে এই জুটি আসছে ঈদের জন্য ‘পান্তা ভাতে ঘি’- ও নাম ঠিক না হওয়া একটি নাটকের শুটিং শেষ করেছেন। নাটক দু’টির পরিচালক বি ইউ শুভ। এদিকে সাবিলা নূরকে গেল ঈদেও অপূর্বর সঙ্গে জুটি বেঁধে ছয়টি নাটকে অভিনয় করতে দেখা গেছে। ২০১৪ সালে অভিনয়ে অভিষেক সাবিলা নূরের। ‘ব্রেকিং নিউজ’, ‘রক্ত’, ‘এমন যদি হতো’ ও ‘পাশের বাড়ির ছেলেটা’সহ অন্য নাটকগুলোর মাধ্যমে সাবিলা আলোচনায় নিয়ে আসে।

সাবিলা গণমাধ্যমকে বলেন, ‘গেল কয়েক বছর শুধু অভিনয় করে গেছি। কিন্তু এবার ঈদে দর্শকের যতটা প্রশংসা পেয়েছি এতটা আগে পাইনি। ঈদের নাটকগুলোতে আমি নিজেকে ভাঙার চেষ্টা করেছি। এই চেষ্টা অব্যাহত থাকবে। অভিনয়ের প্রতি এখন অনেক বেশি মনোযোগী হয়েছি। বিশেষ করে চরিত্র নির্বাচনে গুরুত্ব দিচ্ছি। এভাবে দর্শকের জন্য আরও কাজ করে যেতে চাই। হাতে দারুণ কিছু গল্প আছে। এগুলোতেও দর্শক আমাকে অন্যরকম ভাবে দেখবেন।’