• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ২২ জুন ২০২১, ৮ আষাঢ় ১৪২৮ ১০ জিলকদ ১৪৪২

মিউজিক ভিডিও ‘মন ছুঁয়ে যাই’

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯

image

সম্প্রতি ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘মন ছুঁয়ে যাই’। গানটির গীতিকার, সুরকার ও সঙ্গীত আয়োজক জুয়েল বাপ্পী, কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি। এতে মডেল হিসেবে কাজ করেছেন সানজিয়া মুন ও আরিয়ান শুভ মিউজিক ভিডিওটি রোমান্টিক গল্পের ওপর নির্মিত হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জুয়ল বাপ্পী। এ প্রসঙ্গে নির্মাতা জুয়েল বাপ্পী বলেন, আমরা সুুন্দর ভাবে মিউজিক ভিডিওটি ৩০০ ফিট ও পুবাইলে বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কাজ শেষ করেছি। এ গানটির কথা অনেক সুুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে। এই মিউজিক ভিডিওটিতে মডেল হিসাবে কাজ করেছেন সানজিয়া মুন ও আরিয়ান শুভ। গানটি ঈদে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

মডেল সানজিয়া মুন বলেন, পরিচালক জুয়েল বাপ্পী ও মডেল আরিয়ান শুভ’র সাথে আমার প্রথম কাজ। গানের গল্পের রসায়নটা খুবই ভালো ছিল। পরিচালক জুয়েল বাপ্পী ভাইয়া কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন কেমন হয়েছে তা দর্শকরা দেখলে বুঝতে পাবেন।