• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৫ জুলাই ২০২১, ৯ শ্রাবন ১৪২৮ ১৩ জিলহজ ১৪৪২

বাড়িভাড়া মওকুফ করলেন এবং সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ালেন জাহিদ খান

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২০

image

গত ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের আতঙ্কে অঘোষিত লকডাউন অবস্থায় রয়েছে গোটা দেশ। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ছাড়াও দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানই এখন বন্ধ। স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বন্ধ হয়ে গেছে থিয়েটার ও সিনেমা হলগুলোও।

এমতাবস্থায় দেশের সুবিধা-বঞ্চিত মানুষগুলো আর্থিক সংকটে পড়েছেন। এইসব মানুষদের পাশে এবার এগিয়ে এসেছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ও কণ্ঠশিল্পী জাহিদ খান। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজার, হাতিরঝিল ও গুলশানে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে তিনি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এ প্রসঙ্গে জাহিদ খান তার ফেসবুক পোস্টে লেখেন যে, ‘বিশ্বের এই ভয়াবহ পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো যখন নিজের দেশটিও থেমে গেছে তখন দেশের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি নিজের সাধ্যের মধ্যে। কারণ আমাদের একজনের পক্ষে এত বড় সমস্যার সমাধান সম্ভব নয় তাই আমার পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ আসুন, আমাদের যাদের যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে এমন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াই।’ এদিকে রাজধানীর মিরপুরে নিজ বাড়ির ভাড়াটিয়াদের পাশেও দাঁড়িয়েছেন জাহিদ খান। ভাড়াটিয়াদের জানিয়েছেন, এই মুহূর্তে তাদের বাড়ি ভাড়া দিতে হবে না। জাহিদ খানের সমাজসেবামূলক এই কার্যক্রমগুলো ইতোমধ্যে মিডিয়া ও সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। তারা সমাজের বিত্তবানদের জাহিদ খানের মতো এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।