• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ০৮ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮ ২৬ রমজান ১৪৪২

উপস্থাপনায়-গানে সমানতালে মেহজাবিন রিনতি...

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০

image

মেহজাবিন রিনতি, টিভি চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করছেন। উপস্থাপনায় তার হঠাৎ করেই আসা। দেখতে দেখতে এই মাধ্যমে পথচলার আট বছরে হয়েছে মেহজাবিনের। মূলত তিনি একজন সঙ্গীতশিল্পী। হৃদয় খানের ‘হৃদয় মিক্স-টু’তে তার তিনটি গান ছিল। গানগুলো হলো ‘মনের গভীরে’, ‘মাওলা’ ও ‘ভালোবাসা’। ২০১১ সালে আরটিভিতে ফোনো লাইভ স্টুডিও কনসার্টে অংশগ্রহণ করতে গিয়ে চ্যানেল কর্তৃপক্ষ থেকে উপস্থাপনা করার প্রস্তাব পান তিনি। যে কারণে পরবর্তীতে ২০১২ সালে চ্যানেলটিতে উপস্থাপনা শুরু করেন তিনি। শুরুতেই চ্যানেলটির সরাসরি অনুষ্ঠান ‘এয়ারটেল ইয়াংস্টার’ উপস্থাপনার দায়িত্ব পান তিনি। সিনেমায় তিনি প্রথম প্লে-ব্যাক করেন তন্ময় তানসেন’র রানআউট’ সিনেমায়। ‘একবার বলো’ শিরোনামের এই গানটিতে ভাইকিংস’ ব্যান্ডের তন্ময় তানসেনের সঙ্গে গেয়েছেন কণ্ঠ দিয়েছেন তিনি। উপস্থাপনা এবং গানের পাশাপাশি মেহজাবিন রিনতির নিজে ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত। এরইমধ্যে মেহজাবিন রিনতি বিভিন্ন চ্যানেলে নতুন কিছু শো’র উপস্থাপনা করছেন। তার মধ্যে আছে বিটিভির ‘গান চিরদিন’, ‘ ক্রিকেট লাইভ শো ‘আউটফিট’, আলোচনা ও অন্যান্য স্পেশাল অনুষ্ঠান, আরটিভির কুইজ শো চেইজ আর, ওয়ালটন মোবাইল মিউজিক স্টেশন, সেলিব্রেটি শো প্রবাস বিনোদন, জিটিভির রোমান্স অ্যা- রিদম, ক্রিকেট ম্যানিয়া, ক্রিকেট হাইলাইটস, এসএটিভি’র ওয়ার্ল্ড মিউজিক শো-টিউন অ্যা- কাউন্ট, বৈশাখী টিভি’র গেম শো- লেডি উইনার, বাংলা টিভি’র ‘প্রমিসেস জানতে চাই’, যমুনা টিভি’র ‘সকালের বাংলাদেশ’ অনুষ্ঠান। এদিকে আজ মেহজাবিন রিনতির জন্মদিন। সারাদিন বাসাতেই থাকবেন তিনি। মেহজাবিন রিনতি বলেন, ‘আমি মিডিয়াতে সম্মানের সঙ্গে উপস্থাপনা এবং গান নিয়েই থাকতে চাই। এই দুটো বিষয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে আমি নিজেই নির্বাচিত করেছি।’