• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ৩১ জুলাই ২০২১, ১৬ শ্রাবণ ১৪২৮ ২০ জিলহজ ১৪৪২

ঈদের ‘তপ্ত দুপুরে’ নাটকে প্রভা

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

image

নাট্যনির্মাতা সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় প্রভা আগামী ঈদের জন্য একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘তপ্ত দুপুর’। এই নাটকের মাধ্যমে অনেকদিন পর মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন বলে জানান প্রভা। এর আগে ও প্রভা মোশাররফ করিমের সঙ্গে ‘চুন্নু অ্যা- সন্স’, ‘শর্টকাটে বাড়িওয়ালা’, ‘বোকা খোকা’সহ আরো বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছিলেন।

এরইমধ্যে নতুন নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, ‘এর আগেও সুমন ভাইয়ের নির্দেশনায় তপ্ত দুপুর’ নাটকের গল্পটা একেবারেই অন্যরকম। সুমন আনোয়ার ভাইয়ের নির্দেশনায় কাজ করতে পারার মধ্যে অনেক কিছুই শেখা যায়। তাছাড়া সহশিল্পী হিসেবে ছিলেন মোশাররফ করিম ভাই, তিনিও এই দেশের একজন গুণী অভিনেতা। সবমিলিয়ে তপ্ত দুপুর’র নাটকটি অনেক ভালো হয়েছে। আমার বিশ^ান নাটকটি দর্শকের ভীষন ভালোলাগবে।’