• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ০৮ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮ ২৬ রমজান ১৪৪২

আরটিভিতে নতুন ধারাবাহিক নাটক ‘অষ্টধাতু’

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

image

করোনাভাইরাসের কারণে নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা। শত শংকার মধ্যেও জীবন বয়ে চলছে। ঘরবন্দী মানুষ সুস্থ সুন্দর আগামীর প্রত্যাশায় সহসাই চোখ রাখছেন টেলিভিশনের পর্দায়। গ্রাম বাংলার এক পরিবারের আট ভাইবোন ও তাদের চারপাশের কিছু চেনা-অচেনা মানুষের জীবনের গল্প নিয়ে আরটিভিতে নতুন ধারাবাহিক নাটক ‘অষ্টধাতু’র প্রচার শুরু হয়েছে ১৪ এপ্রিল থেকে। সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় নাটকটি প্রচার হবে। মাহফুজ আহমেদ প্রযোজিত বৃন্দাবন দাস রচিত এবং প্রসঞ্জিত রায় পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, আল মনসুর, চিত্রলেখা গুহ, ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, আহমেদ রুবেল, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, উরমিলা শ্রাবন্তী কর, আ খ ম হাসান, পারসা ইভানা, মাসুদ রানা মিঠু, শাহরিয়ার ফেরদৌস সজীব, শফিউল আজম পিন্টু, জামাল রাজা, আইরিন আফরোজ, হাসান ফেরদৌস জুয়েল, সানজিদা লতা, খায়রুল আলম টিপু প্রমুখ।