• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ০৮ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮ ২৬ রমজান ১৪৪২

১৭ অটোরিকশা পুড়ে ছাই

সংবাদ :
  • চট্টগ্রাম ব্যুরো

| ঢাকা , শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২০

চট্টগ্রাম মহানগরীতে একটি গাড়ির গ্যারেজে আগুন লেগে ১৭টি সিএনজিচালিত অটোরিক্সা ও ৩টি মোটরসাইকেল পুড়ে গেছে। গত বৃস্পতিবার ভোররাতে হালিশহরে তালতল মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বন্দর স্টেশনের সিনিয়র অফিসার সৈয়দ মোহাম্মদ মোরশেদ বলেন, হালিশহর তালতলা মোড় এলাকায় গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে ১৭টি সিএনজি (অটোরিকশা) ও ৩টি মোটরসাইকেল। ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই গ্যারেজে থাকা ১৭টি অটোরিকশা ও ৩টি মোটরসাইকেল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে সূত্রপাত এখনো জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।