• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১, ১১ শ্রাবন ১৪২৮ ১৫ জিলহজ ১৪৪২

সোনাইমুড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে মাদ্রাসাছাত্র নিহত

সংবাদ :
  • প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

| ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

সোনাইমুড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে সন্ত্রাসী হামলায় মাদ্রাসা ছাত্র সাইমন (১৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই শিমুল (১৮) গুরুতর আহত অবস্থায় সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহত সাইমুন হামেদিয়া কামিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে সোনাইমুড়ি পৌরসভা এলাকার আলোক পাড়া গ্রামের মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে সাইমুন এবং একই গ্রামের মীর হোসেন (২০) এর সঙ্গে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে রাতে মীর হোসেনের নেতৃত্বে ৮-৯ জন সন্ত্রাসী তাদের বাড়িতে এসে নিহত সাইমুন এবং তার ভাই শিমুলের ওপর হামলা চালায়।

সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ জানান, এই ব্যাপারে এখনও থানায় কোন মামলা হয়নি।