• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ২৮ জুলাই ২০২১, ১২ শ্রাবন ১৪২৮ ১৬ জিলহজ ১৪৪২

সৈয়দপুরে পুড়ে ছাই ডায়াগনস্টিক সেন্টার

সংবাদ :
  • প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

| ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

উপজেলায় একটি ডায়াগনোস্টিক সেন্টারে আগুন লেগে পুড়ে গেছে কোটি টাকার যন্ত্রাংশ। গতকাল বুধবার শহীদ তুলশীরাম সড়কের (দিনাজপুর রোড) প্রাইম ডায়াগনোস্টিক সেন্টারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি দল দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী দিলীপ গুপ্ত জানান, ভোরে আগুনের লেলিহান শিখা দেখে এলাকায় বসবাসরত অধিবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ৯৯৯ এ ফোন করা হলে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই ডায়াগনোস্টিক সেন্টারের মালিক হাকিবুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় রাতের বেলা ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ করে কর্মরতরা সবাই চলে যাই। ভোর বেলা আনুমানিক চারটার সময় খবর পেয়ে কর্মস্থলে আসি। ততক্ষণে সবকিছু পুড়ে গেছে।