• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাড় ১৪২৮ ৩ জিলকদ ১৪৪২

সীতাকুণ্ডে শেষ চন্দ্রনাথ মেলা

সংবাদ :
  • প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

| ঢাকা , রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২০

সীতাকুণ্ড মহাতীর্থের চন্দ্রনাথ ধামে উলু উলু ধ্বনিতে শেষ হলো শিব চতুর্দশী মেলা। গত ২০-২২ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী শিবচতুর্দশী পূজা অনুষ্ঠিত হয়। পূজার প্রথমদিন থেকে শেষ দিন পর্যন্ত তীর্থ ভূমিতে কয়েক লাখ ভক্তের আগমণ ঘটেছে ছিল। তিন দিনব্যাপী এই মহাতীর্থ ঘুরে দেখা গেছে, ট্রেন-বাস যোগে পূণ্যার্থীরা সড়কে নেমে উলু উলু ধ্বনিতে তীর্থ দর্শনে করছেন। পুরো তীর্থ ভূমিতেই অসংখ্য ভক্তের আগমন ঘটে। দূরাগত বহু ভক্ত তীর্থের মঠ-মন্দিরগুলোতে পূজা অর্চনা করেছেন। তীর্থ কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সুখময় চক্রবর্তী বলেন, মহাতীর্থ ভূমিতে শিবচতুর্দশী মেলাকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন ছিল। এর মধ্যে অন্যতম হলো ঋষি সমাবেশ, ধর্মীয় আলোচনা সভা। তিন দিনব্যাপী অনুষ্ঠানে মন্ত্রী, এমপি, ভারতের জাতীয় লোকসভার এমপি, ত্রিপুরা বিধান সভার বিধায়ক, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, ঋষি, সন্ন্যাসী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।