• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ০৮ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮ ২৬ রমজান ১৪৪২

বাগেরহাটে উপনির্বাচন

মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ শুরু

সংবাদ :
  • প্রতিনিধি, বাগেরহাট

| ঢাকা , শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০

নির্বাচিত হওয়া আওয়ামী লীগের এমপির মৃত্যুতে শূন্য হওয়া বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় পর থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের বেশ কয়েকজন জনপ্রিয় নেতা কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে প্রচার পাচ্ছে। এরই অংশ হিসেবে গত শনিবার থেকে এ আসনের মনোনয়ন প্রত্যাশীরা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। তবে স্বাধীনতা বিরোধী জামাতিদের শক্তঘাটি হিসেবে চিহ্নিত বাগেরহাট-৪ আসনে কে হচ্ছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী তা নিশ্চিত হওয়া যাবে ১৬ ফেব্রুয়ারি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মনোনয়ন বোর্ডের সভা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে বলে দলীয় সুত্র জানায়। গত ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন শূন্য আসনে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে। সে অনুযায়ী আগামী ২১ মার্চ এই শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিলে বলা হয়। অথচ আগামী ২১ মার্চ হতে যাওয়া বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন নিয়ে দলের স্থানীয় তৃণমূলের নেতাকর্মী ও ভোটারদের মধ্যে অনাগ্রহই বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলাম জোটবন্ধ না থেকে পৃথক পৃথকভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে তাদের দলীয় জেলা নেতারা বলছেন।