• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ১২ মে ২০২১, ২৯ বৈশাখ ১৪২৮ ২৯ রমজান ১৪৪২

ভালুকায় কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৫

সংবাদ :
  • প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

| ঢাকা , বুধবার, ২৪ জুলাই ২০১৯

গত সোমবার দুপুরে ভালুকা উপজেলার মামারিশপুর গ্রামে আমিন ভূঁইয়া প্রজেক্টের ভিতরে প্রস্তাবিত নির্মাণাধীন কলেজ ভবনের ছাদ ধ্বসে ৫ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আমিন ভূঁইয়ার বেস্ট হোল্ডিং সার্ভিস লিমিটেডের কর্তৃপক্ষ উপজেলার মামারিশপুর পশ্চিমপাড়া এলাকায় জমি ক্রয় করে বেসরকারী কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে বহুতল ভবণ নির্মাণ করছিল। সোমবার সকালে প্রায় ৬০/৭০ জন শ্রমিক নতুন দ্বিতল ভবনের ছাদের কাজ করার সময় বিকট শব্দে ছাদটি ধসে পরলে কয়েকজন শ্রমিক আটকা পরে আহত হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহত শ্রমিকরা হলো মজিবর রহমান (৪৫), আলমগীর (২১), আলামীন (২২), হেকমত আলী (৫৫) ও সুজন (৪০)। এদের মাধ্যে আলামীন ধসে যাওয়া ছাদের নিচে দীর্ঘ সময় আটকা পরে থাকে। ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে জীবিত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।