• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ১২ মে ২০২১, ২৯ বৈশাখ ১৪২৮ ২৯ রমজান ১৪৪২

বানারিপাড়া-স্বরূপকাঠি সড়কে সেতু ভেঙে ট্রাক খাদে

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

| ঢাকা , বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০

বালু বোঝাই ট্রাকের ভারে বেইলি সেতু ভেঙ্গে পড়ায় বরিশালের সঙ্গে বানারীপাড়া স্বরূপকাঠি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গত মঙ্গলবার ভোর ৭টায় বরিশাল-বানারীপাড়া সড়কের মাধবপাশা বাজার সংলগ্ন বেইলি সেতুটি ভেঙ্গে যায়। স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, ১২ চাকার বালু বোঝাই একটি ট্রাক সেতু পাড় হওয়ার সময় সেতুর মাঝ বরাবর ভেঙ্গে পড়ে। ফলে এ সড়ক দিয়ে বানারীপাড়া ও স্বরূপাকাঠি উপজেলায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমিনুল ইসলাম আরও জানান, মাধবপাশা বাজার সংলগ্ন খালটিতে প্রায় এক দশক আগে সেতুর নির্মাণ শুরু হলেও এখনও শেষ হয়নি। সেতু নির্মাণ কাজ শুরুর সময় বিকল্প পথে যানবহন চলাচলের জন্য বেইলি সেতুটি স্থাপন করা হয়েছিল। একদশকে এ সেতুটি নড়বড়ে হয়ে যায়। ঝুঁকি নিয়ে যানবহন পাড়াপার হতো। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, বেইলি সেতু পুনর্¯’াপন করতে আরও ৫-৬ দিন সময় লাগবে। এ সময়ে বিকল্প যোগাযোগ স্থাপন করতে না পারায় খেয়া পাড়াপাড় করতে হবে।