• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাড় ১৪২৮ ৩ জিলকদ ১৪৪২

বাঁশখালীতে ডুবে ২ শিশুর মৃত্যু

সংবাদ :
  • প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

| ঢাকা , বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে এক দিনে ২ শিশুর মৃত্যু ঘটেছে। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালীপুর ও শীলকূপে এ ঘটনা ঘটে। তারা হলেন, কালীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আধু বাপের বাড়ি এলাকার ওয়াহেদুল হক গণির মেয়ে ওয়াজিহা (২) ও ও শীলকূপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার দেলোয়ার হোসেন ২১ মাস বয়সী মেয়ে তাসপিয়া তাবাচ্ছুম। পরিবারের সদস্যরা তাদের পুকুরের পানি থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জিহান নূর ও ডা. সঞ্জয় নাথ বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশু ২টির মৃত্যু ঘটেছে।