• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ১২ মে ২০২১, ২৯ বৈশাখ ১৪২৮ ২৯ রমজান ১৪৪২

বরেন্দ্রভূমি আম্র মুকুলের মৌ-মৌ গন্ধে সুরভিত

সংবাদ :
  • ডিএম রাশেদ, পোরশা (নওগাঁ)

| ঢাকা , বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০

image

নওগাঁর বরেন্দ্র অঞ্চলের সারি সারি আম বাগান ছড়াচ্ছে মুকুলের মৌ মৌ গন্ধ। আম বাগানগুলোতে এখন দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। গাছে গাছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে প্রতিটি আম গাছের মাথা যেন নুয়ে পড়ার উপক্রম। মৌমাছিরা আসতে শুরু করেছে মধু আহরণের জন্য। গাছে গাছে মুকুলের সমারোহ দেখে আম চাষিদের প্রাণ যেন ভরে যাচ্ছে। সোনালী স্বপ্নে বিভোর এখন বরেন্দ্র অঞ্চলের আমচাষি আর বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন চাষিরা।

জানা গেছে, নওগাঁ জেলায় এ বছর ২০ হাজার ৫শ’ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ মেট্রিক টন। এ জেলার মধ্যে সব চাইতে বেশি আম চাষ হচ্ছে পোরশা উপজেলার বরেন্দ্র ভূমিতে। চলতি বছর পোরশা উপজেলায় আম চাষ হচ্ছে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে। এ উপজেলায় এ বছর আমের উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে দেড় লাখ মেট্রিক টন আম। পোরশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহফুজ আলম জানান, পোরশা উপজেলায় প্রতিবছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা বেড়েই চলেছে। এ উপজেলার উৎপাদিত আম অনেক সুস্বাদু হওয়ায় দেশের সকল বাজারে এখানকার আমের চাহিদা বেশ ভাল রয়েছে। আম মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, যে সকল গাছের মুকুল বের হয়ে ফুঁটে গেছে আকাশের বৃষ্টি হওয়ার কারণে ওই সকল মুকুলের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে তিনি চাষিদের ম্যানকোজেব গ্রুপের ভাল মানের ছত্রাকনাশক ওষুধ গাছে স্প্রে করার পরামর্শ প্রদান করেন।