• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাড় ১৪২৮ ৩ জিলকদ ১৪৪২

ফতুল্লায় বস্তিতে অর্ধশতাধিক বসতঘর ছাই

সংবাদ :
  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ

| ঢাকা , মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর বাজার এলাকায় এক বস্তিতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে ইসদাইর বাজারের পার্শ্ববর্তী ওই বস্তিতে আগুন লাগে। বস্তিবাসী জানান, রাতে হঠাৎ আগুন দেখতে পান তারা। মুহূর্তেই আগুন পুড়ো বস্তিতে ছড়িয়ে পড়ে এবং চারদিক ধোয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০ ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে যায় অর্ধশতাধিক বসতঘর।