• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ৩০ জুলাই ২০২১, ১৪ শ্রাবন ১৪২৮ ১৮ জিলহজ ১৪৪২

পত্নীতলায় প্রকাশ্যে ৭ বিঘা পুকুরের মাছ নিধন

সংবাদ :
  • প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

| ঢাকা , রোববার, ১৮ অক্টোবর ২০২০

নওগাঁর পত্নীতলা উপজেলার খিরসীন গ্রামে ব্যক্তি মালিকানা পুকুরে প্রকাশ্যে দিবালোকে বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকার বিভিন্ন প্রজাতির পোনা মাছ নিধনের অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী খিরসীন গ্রামের আমিনুল ইসলাম, মৌলানা আব্দুল কাদের, আবুল কাশেম জানান, গত বৃহস্পতিবার সকাল ১০টার পর প্রকাশ্যে দিবালোকে বিষ প্রয়োগ করে কয়েকজন। কিছু পর মাছ পুকুরে ছোটাছুটি করতে থাকে এবং মরে ভেসে উঠে। তাৎক্ষণিকভাবে পতœীতলা থানার এস.আই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুকুরের মালিক মো. হুমাউন কবির চৌধুরী জানান, তার পুকুরের মোট জলা ৭ বিঘা। এ পুকুরে কারও অংশ নেই। যারা বিষ দিয়েছে প্রতিহিংসা বা ক্ষতি করার জন্য পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি সাধন হয়েছে।

হুমাউন কবির চৌধুরী বাদী হয়ে তৌফিক, আবু হাসান এবং এখলাছ সহ ৫ জনকে আসামী করে পত্নীতলা থানায় একটি মামালা দায়ের করেন।