• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ১২ মে ২০২১, ২৯ বৈশাখ ১৪২৮ ২৯ রমজান ১৪৪২

দশমিনায় সানকিপুর গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত

সংবাদ :
  • প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

| ঢাকা , রোববার, ০৯ ফেব্রুয়ারী ২০২০

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মুজিব বর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রকল্পের আওতায় সানকিপুর গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়। গত শুক্রবার বিকালে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের সানকিপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এস.এম.শাহাজাদা সাজু। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি-২, বাউফল জোনের উপ মহা ব্যবস্থাপক একেএম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ মিয়া।

উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ লিটন, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস.এম জালাল উদ্দিন, দশমিনা সাব জোনাল অফিসের এজিএম স্বপন কুমার পাল, আওয়ামী লীগ নেতা কাজী আবুল কালাম, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহিবুল আলম, সাবেক চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু প্রমুখ। উল্লেখ্য দশমিনা উপজেলায় ইতিমধ্যে ৮২ ভাগ পরিবার বিদ্যুতের আওতায় এসেছে এবং আগামী কয়েক মাসের মধ্যে উপজেলাকে শতভাভ বিদ্যুতায়ন করা হবে।