• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ২৮ জুলাই ২০২১, ১২ শ্রাবন ১৪২৮ ১৬ জিলহজ ১৪৪২

কিশোরগঞ্জে দর্জিদের খাদ্য সামগ্রী প্রদান

সংবাদ :
  • জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

| ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

বর্তমান করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জের কর্মহীন ২শ’ দর্জি শ্রমিককে জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকারের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল ও মাহমুদুল হাসান, দর্জি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট নজরুল ইসলাম জুয়েল প্রমুখ। প্রত্যেক শ্রমিককে ২০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক লিটার তেল ও একটি করে মাস্ক প্রদান করা হয়েছে।