• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাড় ১৪২৮ ৩ জিলকদ ১৪৪২

কিশোরগঞ্জে ঘন কুয়াশা দিনে বাতি জ্বালিয়ে চলেছে যানবাহন

সংবাদ :
  • জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

| ঢাকা , মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০

শীত ঋতুর শেষ মাস মাঘ মাস শেষ হয়ে এখন ফাল্গুন মাস। গতকাল সোমবার ছিল বসন্তের চতুর্থ দিন। কয়েক দিন ধরেই শীতের প্রকোপ কমে এসেছে। ভারী শীতের কাপড় সবাই গোছাতে শুরু করেছে। রাতের বেলায়ও শীত কম অনুভূত হচ্ছে। দিনের বেলায় পরিষ্কার সূর্যালোক দেখা যায়। কিন্তু এই সময়ে এসে গতকাল হঠাৎ করেই ভোর বেলা থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। কয়েক গজ দূরেও সবকিছু যেন ঝাপসা দেখা গেছে। ফলে দুর্ঘটনা এড়াতে সকাল বেলায়ও রাস্তায় ইঞ্জিনচালিত যানবাহন চলেছে সামনে-পেছনে বাতি জ্বালিয়ে। সকাল ১০টা পর্যন্ত কুয়াশার ভাব কাটেনি। ফলে কয়েকদিন ধরে মানুষ সকাল বেলায় শীতের কাপড় পড়া ছেড়ে দিলেও গতকাল আবারও শীতের কাপড় জড়িয়ে রাস্তায় বেরিয়েছে।