• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ১৮ জুন ২০২১, ৪ আষাড় ১৪২৮ ৬ জিলকদ ১৪৪২

টানা তিনদিন পর শেয়ারবাজারে পতন

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক

| ঢাকা , মঙ্গলবার, ০৪ মে ২০২১

টানা তিন কার্যদিবস উত্থানের পর গতকাল কিছুটা পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালও হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১১.৩৬ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৯৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৪৮.১৫ পয়েন্ট এবং ২ হাজার ১১৬.০৫ পয়েন্টে। ডিএসইতে ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৪৭ কোটি ১৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০৫টির বা ২৯.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৭৯টির বা ৫০.৫৬ শতাংশের এবং বাকি ৭০টির বা ১৯.৭৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৫৩.৭৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৬২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দর বেড়েছে, কমেছে ১২৫টির আর ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে গতকাল ২৯টি কোম্পানির ৬৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৮৯৭টি শেয়ার ৫৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৪ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৪ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ১৯ লাখ ৯৯ হাজার টাকার প্রভাতী ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮ হাজার টাকার, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫ লাখ ৩ হাজার টাকার, এপোলো ইস্পাতের ৬ লাখ ৪০ হাজার টাকার, বিকন ফার্মার ৫ লাখ ৭৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫ লাখ ২২ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৮৪ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৯৫ লাখ ৪৬ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ১৬ লাখ ৭৫ হাজার টাকার, ডিবিএইচের ১ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকার, ডেসকোর ২ কোট ৫৮ লাখ ২০ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ১ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৫ লাখ ৬৮ হাজার টাকার, জেনেক্সের ৬৩ লাখ ৯৬ হাজার টাকার, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৯ লাখ ৯৩ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৫ লাখ ৭১ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১৬ লাখ ২৫ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১০ লাখ ৯৩ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১৭ লাখ ৮৮ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৬ লাখ ১৯ হাজার টাকার, আরডি ফুডের ৩৩ লাখ ১৪ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৭ লাখ ৯৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪ কোটি ২০ লাখ টাকার, এসএস স্টিলের ৮৭ লাখ ৫০ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৯৩ লাখ ১২ হাজার টাকাার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৯টির বা ৫০.৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে উত্তরা ব্যাংকের। গত রোববার উত্তরা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারে ক্লোজিং দর দাঁড়ায় ২২.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ১১.০২ শতাংশ কমেছে। এর মাধ্যমে উত্তরা ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা স্পিনার্সের ৫.৭৯ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৫.৭৫ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৫.৭৩ শতাংশ, জাহিনটেক্সের ৫.৪৫ শতাংশ, ফরচুন সুজের ৪.৮৩ শতাংশ, লাফার্জহোলসিমের ৪.৮১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪.৭১ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৪.৩৯ শতাংশ এবং এডিএন টেলিকমের শেয়ার দর ৪.২৫ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৫টির বা ২৯.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের। গত রোববার তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারে ক্লোজিং দর দাঁড়ায় ৬১.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯.৪৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৮.৯৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৮.৯৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৮.৫২ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮.২৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৭.১০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৬.৬৬ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৬.৫৬ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৬.২৫ শতাংশ বেড়েছে।