• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ১২ মে ২০২১, ২৯ বৈশাখ ১৪২৮ ২৯ রমজান ১৪৪২

জুলাই-মার্চে পোশাক রপ্তানি দুই হাজার ৩৪৮ কোটি ডলারের

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক

| ঢাকা , বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১

image

চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ এই নয় মাসে পণ্য রপ্তানি করে বাংলাদেশ দুই হাজার ৮৯৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার আয় করেছে। গত মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য।

এতে দেখা যায়, বরাবরের মতোই নিট পণ্যের রপ্তানি ভালো হলেও ওভেন পণ্য নেতিবাচক অবস্থানে আছে। ২০২০-২০২১ অর্থবছরের নয় মাসে দুই হাজার ৩৪৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এরমধ্যে এক হাজার ২৬৫ কোটি ডলারের নিট পণ্যের রপ্তানি হয়েছে। নিট পণ্যের এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় পাঁচ দশমিক ৮৫ শতাংশ বেশি। ২০১৯-২০২০ অর্থবছরের নয় মাসে এক হাজার ১৯৫ কোটি ডলারের নিট পণ্য রপ্তানি হয়।

চলতি অর্থবছরের এই নয় মাসে এক হাজার ৮৩ কোটি ডলারের ওভেন পণ্য রপ্তানি হয়েছে যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় দশ দশমিক ৮৩ শতাংশ কম। চলতি অর্থবছরের নয় মাসে ৯৫ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যা গত বছরের একই সময়ে ছিল ৭৭ কোটি ডলার। বার্ষিক হিসাবে ২২ শতাংশ এবং লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে এই খাতে।

একই সময়ে হোম টেক্সটাইল পণ্য রপ্তানি হয়েছে ৮৪ কোটি ডলারের। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল মাত্র ৫৯ কোটি ডলারের হোম টেক্সটাইল পণ্য। এক্ষেত্রে লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ শতাংশ বেশি রপ্তানি হয়েছে। অল্প হলেও প্রবৃদ্ধি অর্জিত হয়েছে চামড়াজাত পণ্য রপ্তানি। এই সময়ের মধ্যে ৬৭ কোটি ডলারের চামড়াজাত পণ্য রপ্তানির টার্গেট নিয়ে ৬৮ কোটি ডলারের পণ্য রপ্তানি করা গেছে। গত বছরের জুলাই-মার্চ এই নয় মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে বাইসাইকেল রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৪২ দশমিক ১৯ শতাংশ। এছাড়া রপ্তানি ৩৭ দশমিক ৯৭ শতাংশ, হিমায়িত মাছে ৪৩ দশমিক ৩৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।