• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯

পার্ল এস বাক

| ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯

image

জন্ম: ২৬ জুন, ১৮৯২, হিলসবোরো, পশ্চিম ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র

মৃত্যু: ৬ মার্চ, ১৯৭৩, যুক্তরাষ্ট্র

পার্ল এস বাক জীবনবাদী মার্কিন ঔপন্যাসিক। তিনি অনেকগুলো ছোটগল্পও লিখেছেন। তার পুরো নাম পার্ল সিডেনস্ট্রিকার বাক। তার বাবা-মা দুজনই ছিলেন মিশনারি। ধর্মপ্রচারক পিতা-মাতার সঙ্গে অতি শৈশবেই বাক চীনে যান। সেখানে তিনি ১৭ বছর বয়স পর্যন্ত ছিলেন। তিনি ইংরেজি ভাষা শেখার আগে চীনা ভাষা শিখে ফেলেন। চীনে থাকাকালীন সময়ে সেখানকার জনজীবন বাক গভীরভাবে পর্যবেক্ষণ করেন।

উচ্চশিক্ষা লাভের উদ্দেশে তিনি সতেরো বছর বয়সে মাতৃভূমি আমেরিকায় ফিরে আসেন। সেখানে র‌্যানডলফ মেকলে উইমেনস কলেজ থেকে গ্র্যাজুয়েট করেন। গ্র্যাজুয়েশন শেষে তিনি আবার চীনে ফিরে যান। চীনেই এক মিশনারির সঙ্গে তার বিয়ে হয়। তার স্বামীর নাম জন এস বাক।

তার অমর সাহিত্যকর্ম গুড আর্থ। উপন্যাসটি তার চীনা জীবনের প্রেক্ষিতে লেখা। গুড আর্থ-এর সুবাদে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। ১৯৩৮ সালে সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কার লাভ করেন পার্ল এস বাক। এর আগে পুলিৎজার পুরস্কার পান ১৯৩২ সালে।

পার্ল এস বাকের উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হচ্ছেÑ দ্য মাদার, সন্স, দ্য হাউস ডিভাইডেড, প্যাভিলিয়ন অভ উইমেন, ড্রাগন সিড ইত্যাদি।

ইন্টারনেট