• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ১৫ জুলাই ২০২০, ০১ শ্রাবণ ১৪২৭, ২৩ জিলকদ ১৪৪১

ভারত সিরিজে বাংলাদেশ টি-২০ দলে চমক

    সংবাদ :
  • সংবাদ স্পোর্টস ডেস্ক
  • | ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯

image

নভেম্বরের শুরুতে ভারত সফরে করবে বাংলাদেশ ক্রিকেট দল। সফর শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে। গতকাল টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে চমকের ছড়াছড়ি। সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন পেসার আল আমিন হোসেন। দীর্ঘদিন পর ফিরেছেন স্পিনার আরাফাত সানি।

২০১৬ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি ডানহাতি আল আমিনের। সাড়ে তিন বছর বছর পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হলো এই পেসারের। সানিও সাড়ে তিন বছর পর জাতীয় দলে সুযোগ পেলেন। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সবশেষ খেলেছেন বাঁহাতি এই স্পিনার।

এছাড়া আফগান, জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে সুযোগ পাওয়া দুই তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও নাঈম শেখকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। বিপ্লবের অভিষেক হলেও নাঈম ম্যাচ খেলার অপেক্ষায় আছেন। সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজ খেলে আসা নাঈম ওয়ানডে সিরিজের দুটিতে দুর্দান্ত ইনিংস খেলেছেন। এর বাইরে পরীক্ষিত তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনও আছেন কুড়ি ওভারের এই সিরিজে। পিঠের ইনজুরিতে থাকা সাইফউদ্দিনও আছেন দলে। এছাড়া ফর্মহীনতায় থাকা সৌম্য সরকারকেও কন্ডিশন বিবেচনায় সুযোগ দিয়েছেন নির্বাচকরা। টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পাওয়ার পর ২০১৭ সালে প্রথম ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। সেই সফরে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায় টাইগাররা। তবে এবারই প্রথম ভারতের মাটিতে টেস্ট ও টি-২০ সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন সাকিব-তামিমরা। সূচি অনুসারে আগামী ৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-২০ ম্যাচ। ৭ নভেম্বর রাজকোটে এবং ১০ নভেম্বরে নাগপুরে দ্বিতীয় ও তৃতীয় টি-২০।

তিন ম্যাচের টি-২০ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, সাইফউদ্দিন, আল আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম। ওয়েবসাইট।