• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০, ২৫ আষাঢ় ১৪২৭, ১৭ জিলকদ ১৪৪১

ফ্র্যাঞ্চাইজি না থাকলেও বিশেষ বিপিএলের জৌলুস কমছে না : বিসিবি প্রধান

    সংবাদ :
  • ক্রীড়া বার্তা পরিবেশক
  • | ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯

image

আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের বিশেষ আসর। টুর্নামেন্টটিতে অংশ নিতে এরমধ্যে ৩৯৩ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছেন বলে জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বিপুলসংখ্যক খেলোয়াড়দের পাশাপাশি বিপিএলে আগ্রহ দেখিয়েছেন ৩৮ জন বিদেশি কোচ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার নিজস্ব উদ্যোগে বিপিএল আয়োজন করছে বিসিবি। যেখানে থাকছে না কোন ফ্র্যাঞ্চাইজি। ফলে প্রতিটি দলের মালিক থাকবে ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজি না থাকলেও টুর্নামেন্টের জৌলুস কমছে না বলে মনে করছেন বোর্ডপ্রধান। এ ব্যাপারে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বিপিএলে ৩৯৩ জন খেলোয়াড় নিবন্ধন করেছে এবং আমরা যেসব খেলোয়াড় সাধারণত আমাদের বিপিএলে দেখে থাকি তারা প্রায় সবাই এনলিস্টেড হয়েছে। এটা ভালো একটি খবর আমাদের জন্য যে, খেলোয়াড় আগের মতোই থাকছে। এছাড়া ৩৮ জন বিদেশি কোচ আবেদন করেছে। আমাদের এখানে বিপিএলে তারা কোচ হিসেবে থাকতে চাইছেন।’ নাজমুল হাসান পাপন আরও জানান, বিপিএলে অংশ নেয়া দলগুলোর সাপোর্ট স্টাফ গঠনের ব্যাপারেও জোর দিচ্ছে বোর্ড। এক্ষেত্রে সুষ্ঠুভাবে দল পরিচালনা নিশ্চিত করতে একজন বোর্ড পরিচালকও নিয়োগ দেয়া হবে প্রতিটি দলে বলে নিশ্চিত করেন তিনি।

তার ভাষায়, ‘স্পন্সর তো দেখলাম প্রায় ৯টির মতো এসেছে এখন পর্যন্ত। আমাদের প্রধান কাজ সাপোর্ট স্টাফগুলো তৈরি করা। আমরা ঠিক করেছি যে প্রত্যেকটি দলের সঙ্গে একজন করে বোর্ডের পরিচালককে আমরা নিয়োগ দিব। সে দলের সঙ্গে রেসপন্সিবল থাকবে এবং এরপর আমাদের কোচ থাকবে। সেই কোচ দেশি হতে পারে, বিদেশিও হতে পারে।’

এবারের বিপিএলে আগের তুলনায় পারিশ্রমিক কমে যাচ্ছে ক্রিকেটারদের। বিসিবি সভাপতি নাজমুল হাসান তেমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, ‘পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। এটা যেহেতু বিসিবি নিজেরা করছে, তাই আগের মতো পারিশ্রমিক হবে না, এটাই স্বাভাবিক। তবে একেবারে খারাপও হবে না।’