• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ২৩ আষাঢ় ১৪২৭, ১৫ জিলকদ ১৪৪১

সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবের আজ তৃতীয় দিন

সংবাদ :
  • সাংস্কৃতিক বার্তা পরিবেশক

| ঢাকা , শনিবার, ০৬ এপ্রিল ২০১৯

image

ভাষাসৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯৬তম জন্মদিন আগামী ১১ এপ্রিল। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হচ্ছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব। নাট্যোৎসবে দেশের ১৬টি ও ভারতের চারটি নাট্যদল অংশগ্রহণ করছে। এ নাট্যোৎসবের আজ তৃতীয় দিন। এদিন বিকেল ৫টা থেকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলের সম্মুখে নির্মিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন নাট্যদল এবং সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে আবৃত্তি, পথ-নাটক, মাইম, নৃত্য, গীতসহ নানান সাংস্কৃতিক আয়োজন। নাট্যোৎসবে গতকাল একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়িত হয় ভারতের দল ‘লিমিস্কা দুনিয়া’-র ‘পুরগাতোরি’, এক্সপেরিমেন্টাল হলে কসবা অর্ঘ্যর ‘যোনী’ এবং স্টুডিও থিয়েটার হলে আমতা পরিচয়ের ‘এলা দিদি’।