• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০, ১৬ ফাল্গুন ১৪২৬, ৪ রজব ১৪৪১

সিলেটকে ব্যবহার করে ভারতের ৭ রাজ্যে ব্যবসার সম্ভাবনা

কৃষ্ণমূর্তি

সংবাদ :
  • প্রতিনিধি, সিলেট

| ঢাকা , সোমবার, ০১ এপ্রিল ২০১৯

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি বলেছেন, বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক চমৎকার। সিলেটকে ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উভয় দেশের বিনিয়োগকারীগণ পর্যটন খাতে যৌথভাবে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। রোববার বিকেলে সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন।

এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশন চালু হওয়ার পর থেকে এখান থেকে সিলেটের যাত্রীদের ইন্ডিয়ান ভিসা প্রসেস করা হচ্ছে।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশন স্থাপিত হওয়ায় সিলেটের ব্যবসায়ীদের কষ্ট অনেকটা লাঘব হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মুশফিক জায়গিরদার ও ভারতীয় সহকারী হাইকমিশনের এটাচি সঞ্জীব কুমার।