• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০, ০১ মহররম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭

সংসদীয় দলের নেতা কে হবেন সিদ্ধান্ত নিতে পারেনি জাপা

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , শুক্রবার, ০৪ জানুয়ারী ২০১৯

জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা কে হবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা। গতকাল শপথ গ্রহণ শেষে দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ও রওশন এরশাদের সংসদ কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকের পরে এ তথ্য জানিয়েছেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের।

বৈঠক শেষে সংসদ ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, এখনও কোন সিদ্ধান্ত হয়নি। সামনে পার্টিতে একটা মিটিং আছে, সেখানে আমরা সিদ্ধান্ত নেব। তবে সেই বৈঠক কবে হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

অন্যদিকে দশম জাতীয় সংসদের মতো এবারও জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে থাকবে কিনা সে বিষয়েও কোন সিদ্ধান্ত নেয়নি দলটি। বুধবার বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানিয়েছিলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানের পর দলের পার্লামেন্টারি কমিটির সদস্যরা বৈঠকে বসে দলের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেবেন।

এর আগে অসুস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ছাড়াই দলটির বাকি ২১ নবনির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদে শপথ নেন। পরে দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সংসদ কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা।