• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ৩ মাঘ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২

শেখর দত্ত ও আভা দত্তের কাল রাতের প্রকাশনা উৎসব

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০১৯

বাংলা ধরিত্রী প্রকাশিত বিশিষ্ট লেখক-কলামিস্ট শেখর দত্ত ও আভা দত্ত লিখিত কাল রাতের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর পুরানা পল্টনের মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে এ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি ডা. সারওয়ার আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য সামসুদ্দোহা, বুদ্ধিজীবী ও লেখক মফিদুল হক, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক ড.কাজল বন্দোপধ্যায়, অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ, সাংবাদিক নাদিরা কিরণ, নারীনেত্রী ডা. ফাওজিয়া মোসলেম এবং মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট সম্পাদক প্রকৌশলী মুহম্মদ হিলালউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বইটির লেখক শেখর দত্ত ও আভা দত্ত বলেন, বইটিতে ইতিহাস-দর্শন, বিজ্ঞান, রাজনীতি, মানবিক সম্পর্ক ও ভ্রমণ কাহিনী ফুটে ওঠেছে। আমরা কানাডা ও আমেরিকা ভ্রমণের সময় সব সময় ডায়রি ব্যবহার করেছি। দর্শনীয় বিভিন্ন স্থানের তথ্য ডায়রিতে লিপিবদ্ধ করেছি।