• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ৩ মাঘ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২

জাদুঘরে

শিল্পী রাহাত আরা গীতির একক সংগীত সন্ধ্যা

সংবাদ :
  • সাংস্কৃতিক বার্তা পরিবেশক

| ঢাকা , বুধবার, ০৩ জানুয়ারী ২০১৮

image

জাতীয় জাদুঘরে শিল্পী রাহাত আরা গীতির সংগীত পরিবেশন -সংবাদ

শিল্পী রাহাত আরা গীতি। সংগীত পরিবারে যার জন্ম। সেই সুবাদে খুব ছোটবেলা থেকেই তিনি পেয়েছেন সংগীত শিক্ষার উপযোগী পরিবেশ। পিতা বরেণ্য নজরুল সংগীতশিল্পী এবং সুরকার সোহরাব হোসেনের কাছেই উচ্চাঙ্গ সংগীতে তালিম নিতে শুরু করেন। পরবর্তীতে তিনি নারায়ণ চন্দ্র বসাক ও এম. এ. মান্নান-এর কাছে সংগীত শিক্ষা লাভ করেন। তিনি ছায়ানটের নজরুল সংগীত বিভাগ থেকেও পাঁচ বছরের কোর্স সমাপ্ত করেন। নজরুল ইনস্টিটিউটে তিনি তার পিতা-সহ সুধীন দাসের মতো প্রবীণ নজরুল সংগীত শিল্পীর কাছে তালিম নেন। বর্তমানে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত এই শিল্পীর গান নিয়ে এবার রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হলো- মনোজ্ঞ সংগীত সন্ধ্যা।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সংগীত সন্ধ্যা। শিল্পী তার পরিবেশনের শুরুতেই গেয়ে শোনান তার বাবার কণ্ঠে জনপ্রিয় নজরুল গীতি ‘কার নিকুঞ্জে’ শীরোনামের গানটি। এরপর তিনি পরিবেশন করেন ‘স্বপ্নে দেখি’ শীরোনামের আরও একটি গান। এরপর তিনি গেয়ে শোনান লোকগীতি ‘ভালো কইরা বাজান গো দোতার, সুন্দরী কমলা নাচেসহ কয়েকটি লোকগীতি। পরে তিনি ফিরে যান নজরুল গীতিতে। এসময় তিনি গেয়ে শোনান-‘ঝরা ফুল’, ‘বাগিচায় বুলবুলি তুই’, ‘মেঘ বরণ কন্যা থাকে’, ‘আকাশে হেলান দিয়ে’ এবং ‘বলে ছিলে তুমি’ শীর্ষক এমনই বেশ কয়েকটি নজরুলের অমিয় বানীর কথা ও সুরের গান।