• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ০৫ জুলাই ২০২০, ২১ আষাঢ় ১৪২৭, ১৩ জিলকদ ১৪৪১

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সংবাদ :
  • জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

| ঢাকা , শুক্রবার, ১২ জুলাই ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর হঠাৎপাড়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন পটল ও দোভাগী গ্রামের আসাদুল ইসলামের ছেলে রয়েল।

দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজিব রাজু ও সাবেক চেয়ারম্যান নাজমুল কবির মুক্তা জানান, বুধবার রাতে রয়েল ও পটলসহ কয়েকজনের একটি দল সীমান্ত পিলার ১৬/৫ দিয়ে ভারতে গরু আনতে যান। বৃহস্পতিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতের চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রয়েল ও পটল মারা যান। পটলের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হলেও রয়েলের মরদেহ ভারতীয় ভূখ-ে পড়ে রয়েছে বলে জানা গেছে।

বিজিবি-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ করা হয়নি।