• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০, ০১ মহররম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭

শপথে বিলম্ব এরশাদের

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , শুক্রবার, ০৪ জানুয়ারী ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গতকাল শপথ গ্রহণ করেননি। দশম সংসদের নানা নাটকীয়তার পর তিনি আলাদাভাবে শপথ নিয়েছিলেন।

গতকাল সকালে এরশাদের স্ত্রী এবং জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদসহ দলের ২১ জন নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নেন। এইচএম এরশাদ বিকেলে স্পিকারের কক্ষে শপথ নেবেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়। তবে অসুস্থতার কারণে বিকেলেও জাপা চেয়ারম্যান এরশাদ শপথ নিচ্ছেন না জানিয়ে গতকাল তার ছোট ভাই ও পার্টির কো- চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদের বলেন, তিন-চার দিনের মধ্যে তার শপথ নেয়ার কথা রয়েছে। তা না হলে বেঁধে দেয়া সময়ের মধ্যেই শপথ নেবেন পার্টির চেয়ারম্যান। ৮৮ বছর বয়সী এরশাদ নির্বাচনের আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ঘুরে এসেছেন। রংপুরের যে আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন, সেখানে ভোট দিতেও যাননি তিনি। নির্বাচনী প্রচারেও নিজের এলাকায় যাননি এরশাদ।