• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ০৮ এপ্রিল ২০২০, ২৫ চৈত্র ১৪২৬, ১৩ শাবান ১৪৪১

যে যুবলীগ নিয়ে গর্ব করতাম আজ নাম শুনলেই লজ্জা লাগে -নাসিম

সংবাদ :
  • প্রতিনিধি, নাটোর

| ঢাকা , রোববার, ২০ অক্টোবর ২০১৯

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম বলেছেন, এখন শুনি বিএনপি-জামায়াত থেকে কর্র্মী নিয়ে এসে দল ভারী করা হচ্ছে। কেন কি দরকার আছে এর। আপনারা মনে রাখবেন যখন দীর্ঘদিন দল ক্ষমতায় থাকে তার যেমন সুফল রয়েছে ঠিক তেমনই কুফলও রয়েছে। মনে রাখবেন দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে অনেক উন্নয়ন হয়। দেশে শান্তি থাকে। কিন্তু এর কুফলও আছে। কুফল হলো নেতাকর্মীদের দম্ভোক্তি। অহংকার শুরু হয়ে গেছে। পরস্পরের প্রতি অবিশ্বাস সৃষ্টি হয়ে গেছে। অনেক অসৎ সঙ্গী জুটে গেছে। যে যুবলীগ নিয়ে আমরা গর্ব করতাম। সেই যুবলীগের নাম শুনলেই লজ্জা লাগে। এ কোন যুবলীগ? এটাকি আওয়ামী লীগের যুবলীগ না সম্রাটের যুবলীগ। আওয়ামী লীগের মধ্যে এগুলো কি জন্ম নিয়েছে। সব নির্বাচনই এক রকম নির্বাচন নয় মনে রাখবেন। নির্বাচন শক্ত নির্বাচন হবে ভর্বিষ্যতে। তিনি গতকাল দুপুরে নাটোর জেলা আওয়ামী লীগের আয়োজনে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, রোকেয়া সুলতানা, প্রফেসর মেরিনা জাহান প্রমুখ। বর্ধিত সভায় সঞ্চালনা করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল। এ সময় জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগের শক্তি পুলিশ নয়। দলের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরাই এ দলের শক্তি। স্থানীয় নেতৃবন্দের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তা’ সম্পর্কে কেন্দ্রীয় নেতারা অবগত আছেন। বড়াইগ্রাম ও গুরুদাসপুরের নেতাদের বিরদ্ধে যেসব অভিযোগ এসেছে তার তদন্ত করে কেন্দ্রীয় নেতারাই সিদ্ধান্ত নেবেন। আর সিংড়ার যে সব অভিযোগ এসেছে সে বিষয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল ব্যবস্থা নেবেন। সবাইকে মনে রাখতে হবে বিএনপি জামাতের অত্যাচার, অনাচার, অগ্নিসংযোগসহ অনেক ঘটনার কথা ভুললে চলবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দলকে সুসংগঠিত করে দেশের উন্নয়ন করছেন। নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন বিএনপি ও জামাতকে দলে স্থান দিয়ে দলকে ভারী করবেন অথচ দলের নেতা-কর্মীদের অবহেলা করা চলবে না। যারা তা করেছেন তাদের সাবধান করে দিয়ে বলেন স্বাধীনতার স্বপক্ষের ছাড়া কেউ যেন দলে ঠাঁই না পায়। তাদের জানতে হবে জনগণ কী চায়।

এ সময় অন্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহম্মেদ পলক এমপি, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নারী আসনের সংসদ সদস্য রত্না আহম্মেদসহ স্থানীয় নেতারা।