• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ০৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৭, ১২ জিলকদ ১৪৪১

ময়মনসিংহে ৫ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে মানবতাবিরোধী আইনে মামলা

সংবাদ :
  • জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

| ঢাকা , সোমবার, ১৩ মে ২০১৯

মানবতাবিরোধী আইনে ময়মনসিংহে ৫ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামল দায়ের করেছেন এক মুক্তিযোদ্ধা। ময়মনসিংহের ১নং আমলি আদালতের বিচারক ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হাই মামলাটি গ্রহণ করে গতকাল মামলার নথি বিচারের জন্যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করেছেন বলে মামলার আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানিয়েছেন।

মামলার বাদী ময়মনসিংহ নগরীর ৪নং ঈশান চক্রবর্তী রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা কামাল পাশা। মামলার আসামি নগরীর রামকৃষ্ণ মিশন রোডের মৃত আবদুর রহিমের পুত্র আলবদর ইসহাক চৌধুরী (৬৮), এস কে হাসপাতালের পেছনে মেথর পট্টি এলাকার মৃত টেডি মুন্সির ছেলে তাম্বুল (৬৭), শম্ভুগঞ্জের চর গোবাদিয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে কালা মিয়া (৭০), শম্ভুগঞ্জের চর গোবাদিয়া এলাকার মৃত যোগেশ সেনের ছেলে নিরু সেন (ক্রিস্টান ৭০) ও শম্ভুগঞ্জ এলাকার ঝনু ফকিরের ছেলে চেয়ারম্যান মাহবুবুর রহমান ফকির। মামলার বিবরণীতে জানা যায়, আসামিরা মুক্তিযুদ্ধ চলাকালীন আলবদর বাহিনীতে যোগ দিয়ে তাদের সহযোগীসহ এলাকার শান্তিপ্রিয় মানুষকে হত্যা, নারী নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল।

মামলার বাদী মুক্তিযোদ্ধা কামাল পাশা জানান, আসামিরা সবাই মুক্তিযুদ্ধ চলাকালীন নিজ নিজ এলাকায় হত্যা, লুণ্ঠন, নারী নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। গত বৃহস্পতিবার এই আসামিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধী আইনে ময়মনসিংহ আদালতে মামলা দায়ের করেছি। আমি মুক্তিযোদ্ধা হিসেবে এই মানবতাবিরোধী অপরাধীদের বিচার দেখে যেতে চাই।