• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২ ফাল্গুন ১৪২৫, ১৮ জমাউস সানি ১৪৪০

পাবনা

মুক্তিযোদ্ধা হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সংবাদ :
  • প্রতিনিধি, ঈশ্বরদী

| ঢাকা , মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯

পাবনার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যা মামলায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার এবং তার দেয়া তথ্য অনুসারে অস্ত্র উদ্ধার করেছে। সন্দেহভাজন অভিযুক্ত আব্দুল্লাহ আল বাকি ওরফে আরজুকে ঈশ্বরদী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর সড়ক থেকে গত রোববার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান থানার ওসি বাহাউদ্দীন ফারুকী। এই গ্রেফতারের পর গতকাল বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম সাংবাদিকদের জানান, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যার মূল পরিকল্পনাকারী ধৃত আরজু। তার দেয়া তথ্য অনুসারে ঈশ্বরদী রূপপুরের তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ম্যাগজিন জব্দ করা হয়। সূত্র মতে, গ্রেফতারকৃত আরজু রূপপুর দক্ষিণপাড়াস্থ মৃত এমদাদুল হকের পুত্র এবং তিনি ঈশ্বরদী যুবলীগের সাবেক সহ-সভাপতি।