রংপুরের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানের উদ্বোধনীতে স্পিকার -সংবাদ
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মেধাবী তরুণ সমাজকে মাদক নির্মূলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নে একযোগে ‘এসো আমরা মাদককে না বলি’ শীর্ষক মাদকবিরোধী অভিযান উদ্বোধন ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিএমএ মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জের পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলনসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের স্থানীয় নেতারা, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে স্পিকার পীরগঞ্জের শহীদ মিনার চত্বরে ‘বইপড়া প্রতিযোগিতায়’ বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন। পীরগঞ্জ পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে একযোগে ২শ’ জন করে মোট ৩ হাজার ২শ’ জন শিক্ষার্থী মাদকবিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, তরুণ সমাজ দেশ গড়ার কারিগর। তরুণদের মাধ্যমেই দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব। এ সময় তিনি মাদকবিরোধী হিসেবে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করতে শিক্ষার্থীদের অনুরোধ জানান। পরে তাদের গাছের চারা বিতরণ করেন এবং শহীদ মিনার চত্বরে গাছের চারা রোপণ করেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সারাদেশে মাদকবিরোধী অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে তরুণদের মাদক থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, তরুণদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে। স্পিকার বলেন, মাদকবিরোধী অভিযান একটি ভিন্নধর্মী অনুষ্ঠান। মাদক শারিরীক ও মানসিক দু’ভাবেই ক্ষতি করে থাকে। তিনি মাদকবিরোধী এ প্রচারণা সবার মধ্যে ছড়িয়ে দিতে নিয়মিত আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চিরায়ত চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি প্রচলিত
উপজেলা নির্বাচন
চলমান উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম থেকে চতুর্থ ধাপে অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া
হানিফ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, নুসরাত হত্যায়
শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা ও অন্ধত্ব নিবারণের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এরই মধ্যে পেরিয়ে গেছে ৪০ ঘণ্টা। চিকিৎসকদের মতে,
নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব কণ্ঠ
সুপ্রভাত বাস চলাচল
সুপ্রভাত পরিবহনের ১৬৩ বাস চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএর চেয়ারম্যানকে দেয়া চিঠি ৩০
ময়মনসিংহ সিটি নির্বাচন
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দাখিলের যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগ
সুলতানা কামাল
মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, বাংলাদেশে এখন বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। উচ্চ আদালতের
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বনানীর এফআর টাওয়ারের
জলাধার আইন অমান্য করে নির্মিত বিজিএমইএ ভবন আদালতের নির্দেশে ভাঙার প্রক্রিয়া শুরু
ভৈরব খননে গাফিলতি
ভৈরব নদ খনন কাজ সংশ্লিষ্ট ঠিকাদারের অব্যবস্থাপনা ও উদাসীনতায় নির্ধারিত সময়ের মধ্যে
টাঙ্গাইলে
টাঙ্গাইলের মধুপুরে আবদুল জলিল (৫৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করে পাঁচ লাখ