মুহিত ভাই যখন চোখে আঘাত পেয়ে ফিরে যাচ্ছিলেন, তখন তাকে রেখে আমি একা যাব- এটা ভাবতেও পারছিলাম না। তিনি যখন শেরপার কাছ থেকে পতাকা বের করে আমাকে দিলেন, তখন মনে হল বাংলাদেশটাই তিনি আমার হাতে দিয়েছেন। আমার কী হবে, আমি ঠিকভাবে ফিরে আসতে পারব কিনা- কিছুই তখন ভাবতে পারছিলাম না।
কথাগুলো বলছিলেন নেপাল-তিব্বত সীমান্তের হিমলুং চূড়ায় আরোহন করা প্রথম বাংলাদেশি ইকরামুল হাসান। প্রায় খাড়া হিমবাহে প্রায় ২ হাজার ৩৮০ ফুট দীর্ঘ দড়িতে জুমার ক্লাইম্বিং করে ২৩ অক্টোবর নেপাল সময় সকাল ১০টা ১০ মিনিটে হিমলুং শীর্ষে লাল-সবুজের পতাকা ওড়ান ইকরামুল।
গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তার অভিব্যাক্তি ব্যাক্ত করেন তিনি। অনুষ্ঠানে অভিযানের দলনেতা এমএম মুহিত, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলী, আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং গালীব বিন মোহাম্মদ, অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক প্রমুখ বক্তব্য রাখেন। বাংলা মাউন্টেইনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের পরিচালনায় হিমলুং অভিযানের পৃষ্ঠপোষকতা করে ইস্পাহানি টি লিমিটেড ও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড ও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড।
হিমলুং শীর্ষে পৌঁছানোর পর ওই সময়কার অনুভূতি প্রকাশ করে ইকরামুল বলেন, যখন পর্বতের চূড়া দেখতে পাচ্ছিলাম, তখন খুব ভালো লাগছিল, কিন্তু শরীরে কোন শক্তি পাচ্ছিলাম না। প্রচণ্ড ঠাণ্ডা আর বাতাসের কারণে ওইখানে দাঁড়িয়ে থাকাও অসম্ভব ছিল। মনে হচ্ছিল, আমি মনে হয় আর ফিরে আসতে পারব না। চূড়ায় উঠে আমার চোখে পানি চলে এল। আমার শেরপা আর আমি দু’জন দু’জনকে জড়িয়ে ধরলাম। অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না।
হিমালয়ের ২৩ হাজার ৩৮০ ফুট উচ্চতায় হিমলুং পর্বতশিখরে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা ওড়াতে গত ৫ অক্টোবর শুরু হয় এ দুই বাংলাদেশির অভিযান। নেপালে তাদের সঙ্গে যোগ দেন পোল্যান্ড, স্পেন, সুইডেন ও সাউথ আফ্রিকার আরও আটজন। কনকনে ঠাণ্ডার মধ্যে বিপদসংকুল দীর্ঘ পথ পাড়ি দিয়ে গত ২৩ অক্টোবর ইকরামুল পৌঁছান হিমলুং চূড়ায়। অভিযানের আগে গত ২৭ সেপ্টেম্বর দুই অভিযাত্রীদের হাতে তুলে দেয়া হয়েছিল জাতীয় পতাকা। হিমলুং জয় করে এসে শুক্রবার তারা পতাকা প্রত্যার্পণ করেন আয়োজকদের হাতে।
অভিযানের শুরুতে ঢাকা থেকে রওনা হয়ে ৫ অক্টোবর নেপালে পৌঁছান মুহিত আর ইকরামুল। ৮ অক্টোবর নেপালের কোটো থেকে ট্রেকিং শুরু করে ১২ অক্টোবর তারা পৌঁছান ১৫ হাজার ৯১২ ফুট উচ্চতায় বেইজ ক্যাম্পে। এরপর ২০, ২১ ও ২২ অক্টোবর আরও তিনটি ক্যাম্প পেরিয়ে ২৩ অক্টোবর ভোর ৪টায় দু’জন শেরপাকে সঙ্গে নিয়ে শুরু হয় দুই অভিযাত্রীর চূড়ান্ত আরোহণ। কয়েক ঘণ্টা পর উড়ন্ত তুষারকণায় চোখে আঘাত পান দলনেতা মুহিত। একজন শেরপাকে নিয়ে তিনি ৩ নম্বর ক্যাম্পে ফিরে যান। অভিযান শেষ করার দায়িত্ব নিয়ে ইকরামুল হাসান এগিয়ে যান আরেকজন শেরপার সঙ্গে। হিমলুং চূড়ায় তারা ছিলেন মিনিট সাতেক। সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়ে ফিরতি পথ ধরেন।
মুহিত বলেন, পর্বতারোহণের প্রতিটা মুহূর্তে কি পরিমাণ কষ্ট করতে হয়, তা একমাত্র পর্বতারোহীই জানে। পর্বত সামিট হচ্ছে এক ধরনের উপরিপাওনা। আমি মনে করি আমরা অভিযানগুলোর সময় হিমালয়ের যে রুপ দেখি, প্রকৃতি দেখতে পাই, এটাই অসাধারণ, যেটা সেখানে না গেলে বোঝানো সম্ভব ন। আমার মতে, ইকরামুল বাংলাদেশের সেরা পর্বতারোহী। সে এখন এভারেস্ট অভিযানের জন্যও তৈরি। তার সফলতার অংশীদার আমিও।
আনিসুজ্জামান বলেন, আমরা জানি বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব দীর্ঘদিন ধরে বাংলাদেশের পর্বতারোহীদের অনেকগুলো পর্বত অভিযান পরিচালনা করেছে। আমি মনে করি ভবিষ্যতেও তারা তাদের এই ধারা অব্যাহত রাখবে।
কক্সবাজার ও চট্টগ্রামে
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটার কিপার্স বাংলাদেশের এক যৌথ প্রতিবেদন বলছে,
বিদিশা এরশাদ বলেছেন, আমি আমার সন্তানকে চাই। মা হিসেবে শুধু আমি আমার
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেয়ায় জাস্টিন পিয়ের জেমস
আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের সপ্তম সম্মেলন আজ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে তারা পেশাগত
নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এসএসসির ফরম পূরণ করতে গিয়ে ফারজানা
রোকেয়া বিশ্ববিদ্যালয়
স্মারকলিপি উপাচার্যের অনুপস্থিতিতে পিএসের হাতে
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহর
বাংলা ধরিত্রী প্রকাশিত বিশিষ্ট লেখক-কলামিস্ট শেখর দত্ত ও আভা দত্ত লিখিত কাল
কক্সবাজার সাগরপাড়ে
কক্সবাজার সমুদ্র সৈকতে প্রথমবারের মতো বসছে আন্তর্জাতিক নৃত্য উৎসবের আয়োজন ‘ওশান ড্যান্স
বটতলা রঙ্গমেলা নাট্যোৎসবে
আজকের নাটক : ফিয়ারলেস ও শুক
শিশু প্রহর, মাস্টার ক্লাস, রঙ্গআড্ডা ও নাটক পরিবেশনার মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে
রাজশাহীতে
কবি জীবনানন্দ দাশ সময়োত্তর কবি। নিরন্তর তিনি সময়কে অতিক্রম করে চিরকালীন এক
বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের লক্ষ্যমাত্রা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের
রাজধানীর সুপার মার্কেটে আগুন
মিজানুর রহমান মোবাইল সার্ভিসিংয়ের কাজ দিয়ে কর্ম জীবনের শুরু। ২০১২ সালে বাবা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরশাদ ও আইয়ুব খানের স্বৈরাচারী